পঞ্চগড়ের বোদা পৌরসভা নির্বাচন হতে যাচ্ছে ১৭ বছর পর

পঞ্চগড়দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে পঞ্চগড় জেলার বোদা পৌরসভার নির্বাচন। আগামী ২৮ ডিসেম্বর ভোটগ্রহণের জন্য চূড়ান্ত হয়েছে ৯টি ওয়ার্ডের কেন্দ্র। তফসিলও ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর সঙ্গে জমে উঠেছে মেয়র, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদে সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনি প্রচারণা। 

দলীয় মনোনয়ন পেতে এখন দলে ও দলের বাইরে চলছে লবিং-গ্রুপিং। এজন্য অনেকে শুরু করে দিয়েছেন প্রচারণা। ওয়ার্ডগুলোতে মোড়ল-মুরব্বি ও কর্মী সংগ্রহ, দলীয় নেতাকর্মীদের সমর্থন আর ভোটারদের মন জয় করতে বাড়ি বাড়ি ছুটছেন প্রার্থীরা। নিজের প্রার্থিতা প্রচারের পাশাপাশি নানা উন্নয়ন ও সেবামূলক কর্মকাণ্ডের আশ্বাস দিচ্ছেন তারা।
হোটেল, রেস্তোরাঁ, চায়ের দোকান, আড্ডাসহ প্রতিটি মহল্লায় বিরাজ করছে নির্বাচনি আমেজ। ভোটারদের মধ্যেও লক্ষ্য করা যাচ্ছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। বোদা পৌরসভায় ভোটার সংখ্যা ১২ হাজার ৭৯০ জন। এর মধ্যে মহিলা ভোটার ৬ হাজার ৫৮৯ জন, পুরুষ ভোটার ৬ হাজার ২০১ জন।
ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রথমবার মেয়র পদে এলাকার উন্নয়নে পারদর্শী, সৎ ও যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে চান তারা। এজন্য প্রতীকের পাশাপাশি প্রার্থীর ব্যক্তিগত যোগ্যতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
মেয়র পদে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী হিসেবে বোদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা, সাধারণ সম্পাদক অধ্যাপক ফারুক আলম টবি, যুগ্ম সাধারণ সম্পাদক ও বোদা গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক রবিউল আলম সাবুল ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বোদা বাজার বণিক সমিতির সভাপতি আলহাজ মো. আজহার আলীর নাম শোনা যাচ্ছে।

অন্যদিকে মেয়র পদে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে শোনা যাচ্ছে, বোদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বোদা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক এ কে এম আখতার হোসেন হাসান, বোদা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হকিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, সাধারণ সম্পাদক আবু হাসান মো. ওয়াসেউল ইসলাম ও পৌর বিএনপির কোষাধ্যক্ষ মো. সাজ্জাদার রহমান জুয়েলের নাম।

এছাড়া জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বোদা মহিলা কলেজের সহকারী অধ্যাপক এমরান আল আমিন, সংরক্ষিত মহিলা ও সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে বিপুলসংখ্যক প্রার্থীসহ প্রতিটি ওয়ার্ডে ৮ থেকে ২০ জন প্রার্থীর নাম শোনা যাচ্ছে।

জেলা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান— তফসিল অনুযায়ী মেয়র, মহিলা কাউন্সিলর ও কাউন্সিলর পদে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন আগামী ২৭ নভেম্বর। ২৮ ও ২৯ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই, আগামী ৬ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহার আর নির্বাচন অনুষ্ঠিত হবে ২৮ ডিসেম্বর।

২০০১ সালে বোদা উপজেলা সদরকে পৌরসভায় উন্নীত করা হয়। পাশ্ববর্তী আটোয়ারী উপজেলার সাতখামার ও কুরুলিয়া দুটি মৌজাকে বোদা পৌরসভার আওতাভুক্ত করা হয়। পৌরসভা গঠনের পর দুইবার নির্বাচনি তফসিল ঘোষণা করে ইসি। কিন্তু সীমানা সংক্রান্ত জটিলতা ও মামলার কারণে আদালতের আদেশে নির্বাচন স্থগিত হয়।
পৌরসভা গঠনের পর থেকেই পৌর প্রশাসক দিয়ে পৌরসভা পরিচালিত হয়ে আসছে। উপজেলা নির্বাহী অফিসার পৌর প্রশাসকের দায়িত্ব আর বোদা সদর ইউনিয়নের তিন জন ইউপি সদস্য দীর্ঘ ১৭ বছর ধরে বোদা পৌরসভার কাউন্সিলরের দায়িত্ব পালন করে আসছেন।