সৈয়দপুর রেল কারখানায় জনবল নিয়োগের দাবিতে মানববন্ধন

নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় জনবল নিয়োগের দাবিতে মানববন্ধন, সমাবেশ ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে রেলওয়ে ট্রেড ইউনিয়ন। বুধবার (১৫ নভেম্বর) দুপুরে রেলওয়ে কারখানার সামনে শ্রমিক ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্থানীয়রা মানববন্ধনে অংশ নেন।

রেল কারখানায় জনবল নিয়োগের দাবিতে মানববন্ধনমানববন্ধন ও সমাবেশ শেষে রেলওয়ে কারখানার (ডিএস) কুদরত ই খুদার হাতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি তুলে দেন শ্রমিক নেতারা। সমাবেশে বক্তব্য রাখেন, সৈয়দপুর রেলওয়ে ট্রেড ইউনিয়নের সব আহ্বায়ক ও যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন, সৈয়দপুর উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার মো. একরামুল হকসহ অন্যরা।

শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোখছেদুল মোমিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বর্তমানে মঞ্জুরিকৃত পদের বিপরীতে ৫৬ শতাংশ লোকবল শূন্য থাকার পরও নতুন নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে না। যার কারণে এক সময় রেলওয়ে কারখানায় তালা ঝুলতে পারে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার রেলবান্ধব এবং তার আমলেই রেলওয়ের আধুনিকায়ন হয়েছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে খালি পদে নিয়োগের দাবি জানাই।’