ঠাকুরপাড়ায় তাণ্ডবের ঘটনায় জামায়াত নেতাসহ ৫ আসামির রিমান্ড মঞ্জুর

ধ্বংসস্তূপফেসবুকে স্ট্যাটাসকে দেওয়াকে কেন্দ্র করে রংপুরের পাগলাপীর ঠাকুরবাড়ির হিন্দু পাড়ায় তাণ্ডবের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় জামায়াত নেতা সিরাজুল ইসলাম জিল্লুর রহমানসহ পাঁচ আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার বিকালে রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলাম এ আদেশ দেন।

জামায়াত নেতা সিরাজুল ও আমিনুর রহমানকে চার দিন এবং আসামি রাশেদুল ইসলাম ও আলিম উদ্দিনকে একদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা এসআই ফেরদৌস আলী বাংলা ট্রিবিউনকে জানান, তাণ্ডবের ঘটনায় কোতোয়ালি থানায় দায়ের করা মামলায় ওই পাঁচ আসামিকে ঘটনার পরেই গ্রেফতার করা হয়। তদন্তকালে এই পাঁচ জন তাণ্ডবের ঘটনার সঙ্গে সরাসরি জড়িত ছিল বলে নিশ্চিত হওয়ার পর আরও কারা কারা জড়িত তা নিশ্চিত হওয়ার জন্য আসামিদের ১০ দিনের রিমান্ডের আবেদন করা হলে বিচারক সিরাজুল ও আমিনুরকে চার দিন এবং রাশেদুল ও আলিমকে একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে এ ঘটনা তদন্তের জন্য জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি আবারও তদন্ত সম্পন্ন করার জন্য ৭ দিন সময় বৃদ্ধির আবেদন করেছে। তদন্ত কমিটির সদস্য সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান জানান, ঘটনার পরপরই সাত দিনের সময় দিয়ে এডিএম আবু রাফা মোহাম্মদ রাকিবকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তদন্ত প্রতিবেদন দেওয়ার শেষ দিন ছিল রবিবার। কিন্তু তদন্ত শেষ করতে না পারায় আবারও সাত দিন সময় বৃদ্ধি করার আবেদন জানানো হয়েছে।