‘ক্লিন তেঁতুলিয়া, গ্রিন তেঁতুলিয়া’ কর্মসূচি শুরু

পঞ্চগড়

পর্যটকদের আকৃষ্ট করাসহ সৌন্দর্য বর্ধন, পথচারী ও যানবাহনের অবাধ চলাচল নিশ্চিত করতে ‘ক্লিন তেঁতুলিয়া, গ্রিন তেঁতুলিয়া’ শিরোনামে একটি সামাজিক আন্দোলন শুরু হয়েছে। বুধবার (২২ নভেম্বর) থেকে এই আন্দোলন কর্মসূচি শুরু হয়েছে।

তেঁতুলিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে সড়ক ও জনপদ বিভাগ এবং তেঁতুলিয়া মডেল থানাসহ স্থানীয় জনসাধারণের সহযোগিতায় এ কর্মসূচি শুরু হয়েছে।

পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহরাব হোসেন, তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানিউল ফেরদৌস, পঞ্চগড় সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী জয় প্রকাশ চৌধুরীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী দিনে তেঁতুলিয়া উপজেলা সদরের বিভিন্ন সড়ক মহাসড়কের দু’পাড় পরিষ্কার করাসহ ভাঙাচোরা রাস্তা মেরামত, রাস্তার পাশে রাখা পাথর ও পাথর ভাংগার মেশিন অপসারণ করে সড়কের দুই ধারে পাঁচ শতাধিক বৃক্ষ রোপণ করা হয়।

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. সানিউল ফেরদৌস জানিয়েছেন,পর্যায়ক্রমে এই কার্যক্রম তেঁতুলিয়ার সব খানে পরিচালনা করা হবে।

আরও পড়ুন: ইয়াবাসহ দুই জন আটক