হিলি সীমান্তে দুই শিশু উদ্ধার

অভিভাবকদের সঙ্গে উদ্ধার হওয়া দুই শিশুভারতে পাচারকালে দিনাজপুরের হিলি সীমান্ত থেকে দুই শিশুকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৪ নভেম্বর) সন্ধ্যা  সাড়ে ৭টার দিকে সীমান্তের রেলওয়ে স্টেশন থেকে তাদের উদ্ধার করা হয়। তবে পাচারকারী চক্রের কোনও সদস্যকে গ্রেফতার করা সম্ভব হয়নি। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুস সবুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উদ্ধার শিশু দুটি হলো- বিরামপুর উপজেলার বিজুল গ্রামের মামুনুর রশীদের ছেলে রোমান বাবু (১০) এবং একই এলাকার আব্দুল লতিফের ছেলে আল-আমিন (১০)।

ওসি মো.আব্দুস সবুর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শুক্রবার বিকাল ৩টার দিকে রোমান ও আল-আমিন নামের দুই শিশুকে পাচারকারী চক্রের সদস্যরা খেলা দেখানোর কথা বলে হিলির ডাঙ্গাপাড়া এলাকায় নিয়ে আসে। পরে সেখান থেকে তাদের ভারতে পাচারের উদ্দেশে হিলি সীমান্তের রেলওয়ে স্টেশনে নিয়ে যায়। এসময় সীমান্তে কঠোর নজরদারি দেখে শিশুদুটিকে ঢাকায় নিয়ে যাওয়ার কথা বললে শিশু দুটি কান্নাকাটি শুরু করে। এসময়  চক্রের সদস্যরা পুলিশ ও স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা শিশু দুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।’

ওসি আরও জানান, শিশুদের উদ্ধার করার পর তাদের অভিভাবকদের খবর দেওয়া হয়। পরে তারা থানায় আসলে শিশু দুটিকে তাদের নিজ নিজ অভিভাবকদের নিকট হস্তান্তর করা হয়।