বিজয় দিবস উপলক্ষে বিজিবি-বিএসএফ’র শুভেচ্ছা বিনিময়

বিজিবি-বিএসএফ শুভেচ্ছা বিনিময় বিজয় দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শুভেচ্ছা বিনিময় করছে। বিএসএফের হিলি ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর মিথিলেশ শেখর বাংলা ট্রিবিউনকে বলেন,  ‘বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে। আমরাও মিষ্টি উপহার দিয়ে তাদের দিবসের শুভেচ্ছা জানিয়েছি।’

HILI-BORDER-PIC-1বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আবু নাছের বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিজয় দিবস উপলক্ষে বিএসএফকে ৯ প্যাকেট মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। বিএসএফও আমাদের তিন প্যাকেট মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে।’

তিনি আরও জানান, সীমান্তে সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ বজায় রেখে, নিজ নিজ অবস্থান থেকে সুষ্ঠু ও সুন্দরভাবে বাহিনীগুলো যেন কাজ করতে পারে এজন্য তারা বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবে শুভেচ্ছা বিনিময় করে থাকেন। এতে দুই বাহিনীর মাঝে সুসম্পর্ক আরও সুদৃঢ় হবে।