হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু

হিলি স্থলবন্দরটানা দু’দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি বাণিজ্যসহ বন্দরের ভেতরের সব কার্যক্রম শুরু হয়েছে। রবিবার (১৭ ডিসেম্বর) সকাল সোয়া ১১টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরের ভেতরে প্রবেশের মধ্য দিয়ে দু’দেশের মাঝে আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক গতিতে শুরু হয়।

হিলি স্থলবন্দরের পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার অসিত কুমার স্যানাল বাংলা ট্রিবিউনকে জানান, শুক্রবার (১৫ ডিসেম্বর) সাপ্তাহিক ছুটি ও শনিবার মহান বিজয় দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় হিলি স্থলবন্দর দিয়ে দু’দেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বাণিজ্যসহ কাস্টমসের সব কার্যক্রম বন্ধ ছিল। এসময় বন্দরের অভ্যন্তরীণ পণ্য ওঠা-নামা ও ডেলিভারিসহ সব কার্যক্রম বন্ধ ছিল।

তিনি আরও বলেন, ‘রবিবার সকাল সোয়া ১১টার দিকে ভারতীয় পণ্যবাহী একটি ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে দু’দেশের মধ্যে আমদানি-রফতানি আবার শুরু হয়েছে।’