ভারতে পাচারকালে ১৩২০ কেজি পেঁয়াজের ফুলকা উদ্ধার

দিনাজপুরভারতে পাচারের সময় দিনাজপুরের হিলি সীমান্তের মংলা বাজার এলাকা থেকে ১ হাজার ৩২০ কেজি দেশীয় পেঁয়াজের ফুলকা (পেঁয়াজের কলি) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে এগুলো উদ্ধার করা হয়। তবে এর সঙ্গে জড়িত কাওকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা।

বিজিবি হিলির মংলা বিওপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মহসীন আলী বাংলা ট্রিবিউনকে জানান, বাংলাদেশ থেকে পেঁয়াজের ফুলকা ভারতে পাচারের উদ্দেশে সীমান্তে এনে জড়ো করা হচ্ছে, এমন সংবাদ পেয়ে বিজিবির একটি বিশেষ টহল দল রবিবার সকাল সাড়ে ৬টায় হিলি সীমান্তের মংলা বাজার এলাকায় অভিযানে যায়। এসময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিটি টের পেয়ে ২৫টি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা পরিত্যক্ত অবস্থায় বস্তাগুলো উদ্ধার করে। পরে এগুলো থেকে ১ হাজার ৩২০কেজি পেঁয়াজের ফুলকা উদ্ধার করে।

তিনি আরও জানান, উদ্ধার মালামালগুলো হিলি শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে।