হিলি সীমান্ত থেকে ফেনসিডিলসহ আটক ১

ফেনসিডিল

হিলি সীমান্তের রেলওয়ে স্টেশনের পাশ থেকে ১১৪ বোতল ফেনসিডিলসহ বিপ্লব হোসেন (২৮) নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার ভোর সাড়ে ৪টায় দিকে তাকে আটক করা হয়। আটক বিপ্লব হোসেন হাকিমপুর উপজেলার মধ্যবাসুদেবপুর গ্রামের নুর হোসেনের ছেলে।

বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মো.মাহবুব উল আলম বাংলা ট্রিবিউনকে জানান, মঙ্গলবার ভোর রাতে হিলি সীমান্তের রেলওয়ে স্টেশনের পাশ দিয়ে ভারত থেকে দেশে ঢুকার সময় বিপ্লবকে আটক করা হয়। এসময় তার শরীরে বিশেষ কায়দায় বহন করা ১১৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ওই ঘটনার সঙ্গে আরও চার জন জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরে ফেন্সিডিলসহ তাকে হাকিমপুর থানায় সোপর্দ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকেসহ পলাতক চার জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: গুলি বর্ষণ করে জমি দখল: কাউন্সিলর ও যুবলীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা