লালমনিরহাটে ৪.৬ মাত্রার ভূকম্পন অনুভূত

ভূমিকম্পলালমনিরহাটে ৪.৬ মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে। আজ শনিবার সকাল সোয়া ৭টার দিকে ভূকম্পন অনুভূত হয়। রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে, ভূমিকম্পের স্থায়িত্ব ছিল ৬ সেকেন্ড।

এসময় লোকজন আতঙ্কে ঘর থেকে বের হয়ে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে ছিলেন। হাতীবান্ধা মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ইফতেখার আহমেদ বলেন, ‘ভূকম্পন অনুভূত হওয়ায় পরিবারের সদস্যদের নিয়ে ঘরের বাইরে বের হয়ে যাই। হঠাৎ ভূমিকম্প হওয়ায় এক ধরনের আতঙ্ক তৈরি হয়।’

লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজাউল আলম সরকার বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছ থেকে খোঁজখবর নেওয়া হয়েছে। জেলার কোথাও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়া সহকারী কর্মকর্তা আব্দুস সবুর বলেন, ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের আসাম রাজ্যের গৌরিপুরে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৬। ৬ সেকেন্ড স্থায়িত্বের এই ভূকম্পনে কোথাও কোনও ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।