সব কেন্দ্রে ‘ক’ সেট, সাদুল্যাপুরে ‘খ’ সেট

‘ক’ সেটএসএসসির ভূগোল ও পরিবেশ (সৃজনশীল) বিষয়ে গাইবান্ধায় সব কেন্দ্রে ‘ক’ সেটে পরীক্ষা নেওয়া হলেও সাদুল্যাপুর বহুমুখী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ‘খ’ সেট দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এসএসসি পরীক্ষার শেষ দিন শনিবার (২৪ ফেব্রুয়ারি) সাদুল্যাপুর উপজেলার ১০টি বিদ্যালয়ের ২৫১ জন পরীক্ষার্থী ওই কেন্দ্রে পরীক্ষা দিয়েছে।

শিক্ষক ও পরীক্ষার্থীদের অভিযোগ, দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীন গাইবান্ধার সব কেন্দ্রে ‘ক’ সেটের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হলেও সাদুল্যাপুর বহুমুখী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ‘খ’ সেটে পরীক্ষা নেওয়া হয়।

সাদুল্যাপুর কেএম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজার রহমান ফারুক বলেন, ‘কেন্দ্রের দায়িত্বরত সচিব, সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহেলা ও অদক্ষতার কারণে ‘ক’ সেটের পরিবর্তে ‘খ’ সেটের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়েছে। এমন ভুলের সঙ্গে জড়িত অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। সেই সঙ্গে বিষয়টি বিবেচনায় নিয়ে উত্তরপত্র মূল্যায়নের জন্য পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে তিনি দাবি জানান।’

‘খ’ সেটকেন্দ্র সচিবের দায়িত্বে থাকা সাদুল্যাপুর বহুমুখী পাইলট মডেল উচ্চ বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনশাদ আলী সরকার বোর্ড কর্তৃপক্ষের পাঠানো এসএমএসের (মোবাইল ম্যাসেজ) অস্পষ্টতাকেই দায়ী করেন। তিনি বলেন, ‘বিষয়টি বোর্ডকে অবগত করা হয়েছে। বোর্ড জানিয়েছে—থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে একটি পত্রসহ খাতাগুলো বোর্ডে পৌঁছাতে হবে।’  

ফলাফল বিপর্যয়ের কোনও কারণ নেই উল্লেখ করে তিনি বলেন, ‘পরীক্ষার্থী ও অভিভাবকদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।’

সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রহিমা খাতুন বলেন, ‘ভুল তো হয়েছে, সেটার সমাধানও করা হবে। ইতোমধ্যে বিষয়টি সংশ্লিষ্ট বোর্ড কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এছাড়া কেন এমন ভুল হলো, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’