এপ্রিলের মধ্যে সব স্কুলে মিড-ডে মিল: প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান (ফাইল ছবি)প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার বলেছেন, ‘আগামী এপ্রিলের মধ্যেই দেশের শতভাগ বিদ্যালয়ে মিড-ডে মিল চালু হবে এবং জুনে ঘোষণা দেওয়া হবে বাংলাদেশের মানুষ অসাধ্য সাধন করেছে। এতে করে কিন্ডারগার্টেনের সঙ্গে পাল্লা দিয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সমানে সমানে এগিয়ে যাবে।’

দিনাজপুর উপশহর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বুধবার দুপুরে জেলার সব প্রাথমিক বিদ্যালয়ে টিফিন বাক্সে করে শতভাগ মিড-ডে মিল চালুর ঘোষণা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। এর আগে জেলা প্রাথমিক শিক্ষা অধিদফতর আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আরও বলেন, ‘মিড-ডে মিল দেওয়া মানেই সব মায়ের সময় বাঁচবে ও শিশুর জন্য আরও মনোযোগ বাড়বে। এটার জন্য শিশুর মনোযোগ, শিক্ষকের মনোযোগ, কর্মকর্তা-কর্মচারীদের মনোযোগও বাড়বে। এই চারটি মনোযোগ এক জায়গায় হলে শিশুরা এগিয়ে যাবে।’

এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক ড. আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, জেলা প্রশাসক ড. আবু নঈম মুহাম্মদ আব্দুছ ছবুর, পুলিশ সুপার হামিদুল আলম প্রমুখ।