ইতিহাস বিকৃতিকারীদের কারণে উন্নয়ন হয়নি বাংলার মানুষের: এমপি শিবলী সাদিক

বক্তব্য রাখছেন এমপি শিবলি সাদিকইতিহাস বিকৃতিকারীদের কারণে বাংলাদেশের মানুষ দীর্ঘদিন উন্নয়নের মুখ দেখেনি বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনের এমপি শিবলী সাদিক। তিনি বলেন, ‘বাংলার প্রকৃত ইতিহাসকে যারা বিকৃত করতে চেয়েছিল তারাই দীর্ঘ ২১ বছর বাংলাদেশের নেতৃত্বে ছিল। সেসময় বাংলার প্রকৃত ইতিহাস আমাদের সন্তানেরা জানতে পারেনি। এ কারণেই  বাংলাদেশের মানুষের তখন উন্নয়ন হয়নি।’

হিলির পাউশগাড়া উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক, পুরস্কার বিতরনী ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি বলেন, ‘যারা দেশ সৃষ্টি করতে পারে, যারা দেশের জন্ম দিতে পারে তারাই এদেশের কার্যক্রম  সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে। তার প্রমাণ জনগণ পেয়েছে বিগত ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত। এর পরে বর্তমান সময়ের দুই বারের নির্বাচনে। এর আগে দেশের এত উন্নয়ন কেউ কল্পনাও করতে পারেনি।’

তিনি আরও বলেন, ‘বিগত সরকার জনগণের টাকা লুট করে বিদেশের মাটিতে নিয়ে গেছে। তাই দেশের উন্নয়ন করার সময় হয়নি তাদের। আজকে জনগণের টাকায় বছরের প্রথম দিনে স্কুলের ছেলে মেয়েদের হাতে বই তুলে দিচ্ছি। জনগণের টাকাতেই টাকাতেই পদ্মা সেতুর মতো বৃহত্তর সেতু নির্মাণ করা হচ্ছে। শুধু দেশের নাগরিকদের মূল্যবান ভোট দিয়ে প্রমাণ করতে হবে যে তারাশেখ হাসিনার সরকারের সঙ্গে আছেন, নৌকা মার্কার সঙ্গে আছেন, দেশের উন্নয়নের সঙ্গে আছেন। ’

হিলির পাউশগাড়া উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন, খট্টামাধবপাড়া ইউপি চেয়ারম্যান মোকলেছুর রহমান, হাকিমপুর সার্কেলের এএসপি রাফেউল ইসলাম, কলেজের অধ্যক্ষ সেলিম রেজা, সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি কামাল হোসেন রাজ, হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ হারুন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এমদাদুল হক চৌধুরী, সাধারন সম্পাদক আব্দুর রহমান লিটন প্রমুখ।