উন্নয়নশীল দেশের স্বীকৃতি পাওয়ায় গাইবান্ধায় হা-ডু-ডু ও লাঠি খেলা

ঐতিহ্যবাহী লাঠি খেলা‘স্বপ পূরণের উৎসবে আজ  বাংলাদেশ’-এই স্লোগানে গাইবান্ধায় গ্রাম বাংলার ঐহিত্যবাহী হা-ডু-ডু ও লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ মার্চ) দুপুরে গাইবান্ধা শহরের স্বাধীনতা প্রাঙ্গণে খেলার উদ্ধোধন করেন জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল। বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণে ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধা জেলা প্রশাসন এ খেলার আয়োজন করে।

উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার আব্দুল মান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক মিজানুর রহমান, পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন। এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উন্নয়নশীল দেশের স্বীকৃতি পাওয়ায় গাইবান্ধায় হা-ডু-ডু খেলা লাঠি খেলায় সদর ও সুন্দরগঞ্জ উপজেলার দুটি দল অংশ নেয়। এছাড়া হা-ডু-ডু খেলায় সাঘাটা, পলাশবাড়ী, সাদুল্যাপুর, সুন্দরগঞ্জ উপজেলার ছয়টি দল অংশগ্রহণ করে। পরে হা-ডু-ডু খেলায় চ্যাম্পিয়ন হয় পলাশবাড়ী উপজেলা দল ও রানার্স আপ হয় সাদুল্যাপুর উপজেলা দল।