দিনাজপুরে ভুয়া প্রশ্নপত্র বিক্রির অভিযোগে একজন গ্রেফতার

দিনাজপুর

দিনাজপুরে সামাজিক যোগাযোগের মাধ্যমে এইচএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র প্রচার ও বিক্রির অভিযোগে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার ভোর রাতে জেলা সদরের মহাজন পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব-১৩ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-১ এর অধিনায়ক মেজর নাজমুছ সাকিব জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে জেলা সদরের মহাজন পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব। এ সময় টাকার বিনিময়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে চলমান এইচএসসি পরীক্ষার ২০১৮টি ভুয়া প্রশ্ন বিতরণের অভিযোগে আশিকুর রহমান সাগরকে আটক করা হয়। আটক সাগর ওই এলাকার মজিবুর রহমানের ছেলে।

তিনি জানান, ভুয়া প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত সামাজিক যোগাযোগ মাধ্যমের একাধিক গ্রুপ ও পেজের সক্রিয় সদস্য হিসেবে সে দায়িত্ব পালন করতো। আসামিকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।