পলাতক ‘মাদক সম্রাট’ ওয়াহেদের বাড়ির আসবাবপত্র জব্দ

02নীলফামারী সদরের চড়াইখোলার পশ্চিম কুচিয়ারমোড় পাঠানপাড়া গ্রামের মাদক সম্রাট নামে পরিচিত ওয়াহেদ আলীর (৪৭) বাড়ির আসবাবপত্র জব্দ করেছে পুলিশ। সোমবার (১১ জুন) দুপুরের দিকে মাদক ওয়াহেদ আলীর বাড়িতে অভিযানে চালিয়ে টিভি, ফ্রিজ, খাট, আলমিরা, শোকেজ, ড্রেসিং টেবিলসহ যাবতীয় আসবাবপত্র জব্দ করা হয়। সদর থানার ওসি বাবুল আকতার বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেন।

সূত্র জানায়, মাদক ব্যবসায়ী ওয়াহেদ পলাতক রয়েছে। তাকে ধরতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

সূত্রে আরও জানা যায়, ওয়াহেদ ওই গ্রামের মৃত সফর মামুদের ছেলে। মাদক বিক্রির অঢেল অর্থে সে বিশাল পাকা বাড়ি তৈরি করেছে। গ্রামের মানুষজন তার ওপর চরম ক্ষিপ্ত।

গ্রামবাসীর দাবিরে প্রেক্ষিতে তাদেরকে সঙ্গে নিয়ে নীলফামারী থানা পুলিশ ও ডিবি পুলিশ যৌথ অভিযান পরিচালনা করেন।

নীলফামারী থানার ওসি বাবুল আকতার জানান, গ্রামবাসী এ জন্য পুলিশকে সহযোগিতা করেছে। তিনি বলেন, মাদক ব্যবসায়ী ওয়াহেদের বিরুদ্ধে নীলফামারী ও দিনাজপুর থানায় ১১টি মামলা রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে।

তবে আজ সোমবার দুপুরে মাদক ব্যবসায়ী ওয়াহেদের বাড়ির সব আসবাবপত্র জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।