পঞ্চগড়ে ঝড়-বৃষ্টিতে জামাতের মাঠ লণ্ডভণ্ড

 

জামাতের মাঠ লণ্ডভণ্ডপঞ্চগড় পৌরসভাসহ জেলার বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টির কারণে ঈদের জামাতের মাঠ লণ্ডভণ্ড হয়ে গিয়েছে। ফলে বিভিন্ন মসজিদে নামাজ আদায় করেছেন মুসল্লিরা। শুক্রবার (১৫ জুন) সন্ধ্যায় আকস্মিক ঝড় বৃষ্টিতে মাঠের সাজসজ্জা ভেঙে গিয়ে ও পানি জমে  এ অবস্থার সৃষ্টি হয়।

সকাল ৯টায় একযোগে পঞ্চগড় পৌরসভার ৬৫টি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। দুযোর্গপূর্ণ আবহাওয়ার কারণে জেলার অন্য উপজেলাগুলোর কিছু কিছু এলাকাতেও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

পঞ্চগড় পৌরসভার মেয়র মো.তৌহিদুল ইসলাম জানান,শুক্রবার সন্ধ্যায় ঝড় বৃষ্টিতে সকল মাঠের সাজসজ্জা ভেঙে যায়। অনেক মাঠেই পানি জমে যায়। সকালেও আবহাওয়া খারাপ থাকতে পারে এমন আশঙ্কায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের সঙ্গে আলোচনা করে প্রত্যেক মসজিদে ঈদের জামাত আদায় করার জন্য রাতেই মাইকিং করে মুসল্লিদের অবহিত করা হয়।

ইসলামিক ফাউন্ডেশন পঞ্চগড়ের উপ-পরিচালক গোলাম মোস্তফা জানান, জেলার পাঁচ উপজেলায় প্রায় দুই সহস্রাধিক মাঠে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বেশ কিছু মাঠে নামাজ অনুষ্ঠিত হয়নি। 

এদিকে পঞ্চগড় জেলা কারাগারের ভেতরে নামাজ আদায় করেছেন প্রায় আড়াইশ’ বন্দি। কারাগারের ভেতরে সকাল সাড়ে ৯টায় এই নামাজ অনুষ্ঠিত হয়। কারাগারের স্টাফরাও এখানে নামাজ আদায় করেন।কারা মসজিদের ইমাম মাওলানা সোহেল রানা  ইমামতি করেন।

পঞ্চগড় জেলা কারাগারের সুপার মুশফিকুর রহমান জানান,নামাজ শেষে বন্দিদের উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।