ডোমারে দুই মাদক ব্যবসায়ী কারাগারে

 

আটক দুই মাদক ব্যবসায়ী

ডোমারে র‌্যাবের হাতে আটক দুই মাদক ব্যবসায়ীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।  রবিবার বিকেলে তাদের মাদক মামলায় ডোমার থানায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হলে আদালত এ আদেশ দেন।

মাদক ব্যবসায়ীরা হলো, ডোমার পৌরসভার ৪নং ওয়ার্ড কাজীপাড়া গ্রামের রশিদুল ইসলাম সানুর ছেলে বুলবুল ইসলাম (৪০) ও উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের মটুকপুর গ্রামের মৃত আতোয়ার রহমানের ছেলে আব্দুল কুদ্দুস (৩০)।

শনিবার (১৫ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের তিনবট এলাকা থেকে তাদের আটক করে নীলফামারী র‌্যাব-১৩ সিপিসি-২ এর একটি অভিযানিক দল।

তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী র‌্যাব-১৩ সিপিসি-২ এর ডিএডি মো. নুরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তিনবট এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে পাঁচ বোতল ফেন্সিডিল, ৫৭ হাজার ২৫০ টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। শনিবার রাতেই তাদের ডোমার থানায় সোপর্দ করা হয়।

ডোমার থানার এসআই আব্দুল ওয়াহাব বাংলা ট্রিবিউনকে বলেন,রবিবার (১৫ জুলাই) ডোমার থানায় তাদের বিরুদ্ধে ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) ধারায় মামলা করা হয়। বিকালে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা মাদক সেবনসহ দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করে আসছে।