হিলিতে আমদানি-রফতানি বন্ধ হলেও যাত্রী পারাপার চলছে

হিলি স্থলবন্দরবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানিসহ বন্দরের ভেতরের সব কার্যক্রম বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন বাংলা ট্রিবিউনকে বলেন, বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সরকারি ছুটি রয়েছে। এছাড়াও আজ ভারতের স্বাধীনতা দিবস এ উপলক্ষে সেখানেও সরকারি ছুটি রয়েছে। এ কারণে আজ সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে। সেইসঙ্গে বন্দরের ভেতরে ট্রাকে পণ্য ওঠানো, নামনো, ডেলিভারি দেওয়াসহ বন্দরের ভেতরের সব কার্যক্রম বন্ধ রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে বন্দর দিয়ে পুনরায় আমদানি রফতানি কার্যক্রম শুরু হবে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি আফতাব হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, আজ বন্দর দিয়ে আমদানি রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক রয়েছে।