কুড়িগ্রামে আন্তঃজেলা বাস চলাচল শুরু

কুড়িগ্রামচালক ও শ্রমিকদের কর্মবিরতি শেষে ২৪ ঘণ্টা পর ফের চালু হয়েছে কুড়িগ্রামের আন্তঃজেলা বাস যোগাযোগ। মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে জেলার সব রুটে বাস যোগাযোগ চালু হয়।

কুড়িগ্রাম বাস টার্মিনালে টিকিট কাউন্টারে গিয়ে দেখা গেছে, টার্মিনালের টিকিট কাউন্টারগুলোতে যাত্রীরা টিকিট করছেন। বাসগুলো বিভিন্ন গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাচ্ছে। এতে করে সাধারণ যাত্রীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

উল্লেখ্য, প্রস্তাবিত সড়ক নিরাপত্তা আইনে ড্রাইভারদের পেশাগত নিরাপত্তাহীনতা রয়েছে এমন অভিযোগ তুলে দেশের কয়েকটি জেলার মতো সোমবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে কুড়িগ্রামেও কর্মবিরতি শুরু করে জেলার বাস চালক ও শ্রমিকরা। তবে ২৪ ঘণ্টা পরই ড্রাইভাররা তাদের কর্মবিরতির সিদ্ধান্ত থেকে সরে এসে সড়কে বাস চালানোর সিদ্ধান্ত নেন।