হিলিতে ভারতীয় শাড়ি, বাইসাইকেল ও পোস্তদানা উদ্ধার

হিলি সীমান্ত (ফাইল ফটো)দিনাজপুরের হিলি সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় উন্নতমানের শাড়ি, পোস্তদানা ও বাইসাইকেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৯ সেপ্টেম্বর) ভোরে সীমান্তের কামারপাড়া ও মংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করা হয়। তবে এর সঙ্গে জড়িত কেউকে আটক করতে পারেনি বিজিবি।

হিলির মংলা বিওপি ক্যাম্পের বিজিবি কমান্ডার নায়েব সুবেদার মাহমুদ আলম বাংলা ট্রিবিউনকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫টায় হিলি সীমান্তের কামারপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় উন্নতমানের ৫১ পিস শাড়ি ও ৩টি বাইসাইকেল উদ্ধার করা হয়।
অপরদিকে, মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে হিলি সীমান্তের মংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় ১১ কেজি পোস্তদানা ও ২৮ পিস উন্নতমানের শাড়ি উদ্ধার করা হয়। উদ্ধার শাড়ি, বাইসাইকেল ও পোস্তদানার আনুমানিক বাজার মূল্য ৩ লাখ ৪৪ হাজার পাঁচশ টাকা। মালামালগুলো সিজার লিস্টের মাধ্যমে হিলি কাস্টমসে জমা দেওয়া হয়েছে বলে জানান তিনি।