হিলিতে ভিজিডির ১২০ বস্তা চাল জব্দের ঘটনায় মামলা

জব্দ হওয়া ভিজিডির চালের বস্তাদিনাজপুরের হিলির বোয়ালদাড় বাজার থেকে ভিজিডির ১২০ বস্তা চাল জব্দের ঘটনায় আজম মণ্ডল নামের এক ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও ৪/৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) রাতে হাকিমপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা লস্কর বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলা নম্বর ৩৯। আজম মণ্ডল বোয়ালদাড় গ্রামের কাশেম মণ্ডলের ছেলে।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আনোয়ার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজম মণ্ডলসহ অজ্ঞাতনামা কয়েকজন সরকারি রেশনভুক্ত ভিজিডির চাল ক্রয় করে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে মজুদ করেছিলেন। এমন অভিযোগে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

গত মঙ্গলবার বিকালে উপজেলার বোয়ালদাড় বাজার থেকে ৩০ কেজি ওজনের ১২০ বস্তা ভিজিডির চাল জব্দ করা হয়।