হিলি সীমান্তে ফেনসিডিল উদ্ধার





ফেনসিডিলদিনাজপুরের হিলি সীমান্তের ঘাসুড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ১শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২২ সেপ্টেম্বর) ভোর ৫টায় ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়। বিজিবি হিলির মংলা বিওপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মাহমুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার ভোরে হিলি সীমান্তের ঘাসুড়িয়া এলাকায় অভিযান চালায় বিজিবি। এসময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি প্লাস্টকের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ওই বস্তা উদ্ধার করে তার ভেতর থেকে ১শ’ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।  হপরে ফেন্সিডিলগুলো ধ্বংসকরনের লক্ষ্যে জয়পুরহাট-২০বিজিবি ব্যাটালিয়নে পাঠানো হয়েছে।  

তিনি আরও জানান, ফেনসিডিল উদ্ধার করা হলেও এর সঙ্গে জড়িত কাওকে আটক করা যায়নি।