ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত

ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কান্তিভিটা সীমান্তে শনিবার ভোর ৪টার দিকে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ)গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে।

নিহত যুবকের নাম গোলাম রব্বানী (২৫)। তিনি ওই উপজেলার হরিণমারী ক্যাম্পেরহাট গ্রামের পশিরুলের ছেলে।

স্থানীয় ও বিজিবি সূত্র জানায়, রাতে রব্বানীসহ ৭/৮ জন গরু আনতে কান্তিভিটা সীমান্তের ৩৮৯/৫ নম্বর সীমানা পিলার সংলগ্ন এলাকা দিয়ে ভারতে ঢুকে। সীমান্তের আনুমানিক ৫০০ গজ ভেতরে ভারতের হাটখোলা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করলে রব্বানী নিহত হন। বাকীরা পালিয়ে আসতে সক্ষম হয়।

বিজিবি’র ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তুহিন মো. মাসুদ বলেন, তিনি গোয়েন্দা সূত্রে ঘটনাটি শুনেছেন, এ ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য ফ্লাগ মিটিং এর আহ্বান জানিয়ে বিএসএফ’র কাছে চিঠি পাঠানো হয়েছে।

বিজিবি-বিএসএ’র পতাকা বৈঠক শনিবার বেলা ১২টায় কান্তিভিটা বিওপি’র নো ম্যানস ল্যান্ডে হওবার কথা রয়েছে বলে তিনি জানান। বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুর রহমান ঘটনাটি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে।’