রংপুরে মানহানির মামলায় ব্যারিস্টার মইনুলকে আদালতে হাজির

প্রিজন ভ্যানে করে ব্যারিস্টার মইনুলকে রংপুর আদালতে নেওয়া হয়।

ব্যারিস্টার মইনুলকে হোসেনকে বৃহস্পতিবার সকালে অল্প সময়ের জন্য রংপুর কারাগার থেকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফা ইয়াসমিন মুক্তার আদালতে হাজির করা হয়। এসময় বাদী মিলি মায়া উপস্থিত থাকলেও আসামি পক্ষের কোনও আইনজীবী উপস্থিত ছিলেন না। শুনানি শেষে আদালত আগামী ১০ জানুয়ারি অভিযোগ গঠনের দিন ধার্য করেন।পরে তাকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়।

সকাল থেকে পুলিশ আদালতের প্রবেশ পথে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করে। এসময় কোনও সাংবাদিককে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি।

আসামি পক্ষের কোনও আইনজীবী শুনানির সময় আদালতে উপস্থিত না থাকার ব্যাপারে আইনজীবী আফতাব হোসেন জানান, মইনুল হোসেনের বিরুদ্ধে রংপুর আদালতে করা মামলাটি খরিজের জন্য  তারা উচ্চ আদালতে আবেদন করেছে। উচ্চ আদালতে ওই আবেদনের আজ শুনানি থাকায় তারা নিম্ন আদালতে যাননি।

বাদী পক্ষের প্রধান আইনজীবী ও পিপি আব্দুল মালেক জানান, আজ মামলার ধার্য তারিখ ছিল। সে অনুযায়ী ব্যারিস্টার মইনুল হোসেনকেও আদালতে হাজির করা হয়। মামলার বাদী উপস্থিত থাকলেও আসামি পক্ষে থেকে কোনও জামিনের আবেদন দাখিল করা হয়নি। এমনকি কোনও আইনজীবী তার পক্ষে শুনানির জন্য আদালতে উপস্থিত ছিলেন না। পরে শুনানি শেষে বিচারক আগামী ১০ জানুয়ারি অভিযোগ গঠনের দিন ধার্য করেন।

আইন শৃংখলা বাহিনী সাংবাদিকদের আদালত চত্বরে ঢুকতে বাধা দেওয়ায় তিনি তীব্র নিন্দা ও দুঃখ প্রকাশ করেন।