বাংলাদেশে ঢুকে বাড়িতে হামলা, স্থানীয়দের ধাওয়ায় পালালো বিএসএফ

লালমনিরহাট

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর সীমান্ত পার হয়ে এক বাংলাদেশির বাড়িতে হামলা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর একটি টহল দল। পরে স্থানীয়দের ধাওয়া খেয়ে তারা পালিয়েছে। রংপুর-৬১ বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল শরীফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শুক্রবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাটগ্রামের বুড়িমারী ইউনিয়নের মুংলিবাড়ী সীমান্তের ৮৪১ নম্বর মেইন পিলারের ৬ নম্বর সাব-পিলারের কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ও বিজিবি সূত্র জানায়, এ ঘটনায় সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। সীমান্তের ভারতীয় অংশে অতিরিক্ত বিএসএফ সদস্য মোতায়েন করা হয়েছে। এদিকে, বাংলাদেশ অংশেও অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়নের বুড়িমারী কোম্পানি কমান্ডার ইব্রাহিম মিয়া বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কয়েকজন গরু চোরকারবারী মুংলীবাড়ী সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করে। কোচবিহার-১৪৮ বিএসএফ ব্যাটালিয়নের চ্যাংরাবান্ধা কোম্পানি সদরে টহলরত দুই জন বিএসএফ সদস্য চোরকারবারীদের ধাওয়া করে। একপর্যায়ে তারা বাংলাদেশে প্রবেশ করে এবং স্থানীয় মুংলীবাড়ী এলাকার বাসিন্দা আজিমুদ্দিন ওরফে ভুট্টুর (৪৫) বাড়িতে হামলা করে। পরে স্থানীয় লোকজন ধাওয়া দিলে বিএসএফ সদস্যরা পালিয়ে যায়।’ এসময় বিএসএফের এক সদস্য একটি শর্টগান ফেলে যায় বলেও জানান তিনি।

ইব্রাহিম মিয়া আরও বলেন, ‘এ ঘটনার কড়া প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। সীমান্তে বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে।’

এ ব্যাপারে রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল শরীফুল ইসলাম  বলেন, ‘সরেজমিনে দেখার জন্য ঘটনাস্থলের দিকে যাচ্ছি। কোচবিহার-১৪৮ বিএসএফ ব্যাটালিয়নের পরিচালক বানাম্বর শাউয়ের সঙ্গে যোগাযোগ হচ্ছে। শনিবার সকালে বৈঠকের সম্ভাবনা রয়েছে।’