হিলি সীমান্তে সতর্কাবস্থায় বিজিবি

হিলি সীমান্তে বিজির টহলব্রাহ্মণবাড়িয়ার কসবা কাজিয়াতলী সীমান্তে বিএসএফ ৩১ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশব্যাক করার চেষ্টার ঘটনায় দিনাজপুরের হিলি সীমান্তে সর্তকাবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার এ পদক্ষেপ নেওয়া হয়।

সীমান্তে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে এছাড়াও সিসি ক্যামেরার মাধ্যমে সীমান্তের নজরদাড়ি বাড়ানো হয়েছে।

বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার চাঁন মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন,  ‘ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে ভারত থেকে দেশে কিছু রোহিঙ্গাকে পুশব্যাক করার চেষ্টা করছে বিএসএফ এমন সংবাদ আমরা পেয়েছি। সেই খবরের পর থেকেই হিলি সীমান্ত এলাকায় আমরা তৎপর রয়েছি। যাতে হিলি সীমান্ত এলাকা দিয়ে এধরনের কোনও ঘটনা না ঘটে। এজন্য সীমান্তে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে।’