রংপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, এ অঞ্চলে গত এক সপ্তাহ ধরে দিনের বেলার সর্বোচ্চ তাপমাত্রা ২৬-২৭ ডিগ্রি সেলসিয়সের মধ্যে ওঠানামা করছে। ফলে গরম অনুভূত হচ্ছে। আর সন্ধ্যার পর থেকে শীত বাড়তে শুরু করে। যা সকাল ৭/৮ টা পর্যন্ত থাকে। এসময় তাপমাত্রা থাকে ১০-১২ ডিগ্রি। গত ৯ দিনের আবহাওয়ার তাপমাত্রা পর্যালোচনা করে আবহাওয়াবিদরা বলেছেন এটা অস্বাভাবিক।
এ ব্যাপারে রংপুর আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমানের বলেন, মাঘ মাসে অস্বাভাবিক আবহাওয়া মূলত জলবায়ু পরিবর্তনের জন্য। দিনের বেলা তাপ বিকিরণ কম হয় বলে গরম লাগে। আর বিকালের পর থেকে তাপ বিকিরণ বেশি শুরু হয় বলে ঠান্ডা লাগে। তবে গত ৫০ বছরে রংপুর অঞ্চলে আবহাওয়ার এমন তারতম্য দেখা যায়নি।
হাসপাতালের পরিচালক ডা.অজয় রায় জানান, এবার বিরূপ আবহাওয়ার কারণে বিশেষ করে শিশুরাই বেশি রোগে আক্রান্ত হচ্ছে। ফলে হাসপাতালে শিশু ওয়ার্ডে জায়গা দেওয়া যাচ্ছে না। তিনি শিশুদের গরম কাপড় পড়ানো আর সন্ধ্যার পর প্রয়োজন ছাড়া বাইরে বের না করার পরামর্শ দিয়েছেন।