আহমদিয়াদের ইজতেমা বন্ধে টেকনাফে বিক্ষোভ মিছিল

52410495_544144309428004_6286940155420868608_nরংপুরের পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়দের তিন দিনের ইজতেমা বন্ধে চট্টগ্রামের টেকনাফ উপজেলায় বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সভায় টেকনাফ উপজেলার ক্বওমী মাদ্রাসা পরিষদসহ অন্যান্যরা অংশগ্রহণ করেন। 
বুধবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে পৌরসভার ঈদগাঁও মাঠ থেকে কক্সবাজার ক্বওমী মাদ্রাসা শিক্ষা বোর্ডের (ইত্তেহাদ) মহাসচিব ও টেকনাফ আল-জামিয়া-আল ইসলামিয়ার প্রধান পরিচালক মুফতি কিফায়তুল্লাহ শফিকের নেতৃত্বে মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, সাবরাং বড় মাদ্রাসার পরিচালক মুফতি নুর আহমদ, টেকনাফ সাংবাদিক ইউনিটির সভাপতি মাও. সাইফুল ইসলাম সাইফী, মাও. সেলিম উল্লাহ প্রমুখ। এ সভা পরিচালনা করেন মাওলানা ইলিয়াছ ফারুক।
সভায় বক্তরা দাবি করেছেন, ‘পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়দের তিন দিনের ইজতেমা বন্ধের ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং একই সঙ্গে তাদের অমুসলিম ঘোষণা করতে হবে। তা না হলে টেকনাফ থেকে তেতুলিয়া অভিমুখী লংমার্চ করা হবে।  কাদিয়ানি সম্প্রদায় ইহুদিদের এজেন্ডা বাস্তবায়নের জন্য ইসলামের নাম ভাঙিয়ে ইসলামবিরোধী ষড়যন্ত্র করছে। তারা মুসলমানদের ঈমান নষ্ট করার সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে দেশে দীর্ঘকাল যাবৎ অপতৎপরতা চালিয়ে যাচ্ছেন। আহমদিয়া সম্প্রদায়ীরা ইসলাম ধর্মের অনেক মৌলিক আকীদা অস্বীকারের কারণে অমুসলিম ও কাফের।’


তারা আরও দাবি করেছেন, ‘এদেশের সংবিধান অনুযায়ী আহমদিয়া সম্প্রদায়ীরা সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্ম্বালম্বীদের মতো নাগরিক হিসেবে বাংলাদেশের সকল সুযোগ সুবিধা ভোগ করবে। দেশের প্রচলিত আইন অনুসারে অন্যান্য ধর্মের অনুসারীরা যতটুকু নাগরিক অধিকার ও ধর্মপালনের স্বাধীনতা ভোগ করে থাকে, ততটুকু আহমদিয়া সম্প্রদায়রা ভোগ করুক। তবে তা নিজস্ব ও স্বতন্ত্র ধর্মীয় পরিচয়ে হতে হবে, মুসলমান পরিচয়ে নয়।'