দিনাজপুরে হাতির পিঠে চড়ে প্রার্থীর মনোনয়নপত্র জমা

দিনাজপুরে হাতির পিঠে চড়ে নির্বাচন কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যান পদপ্রার্থী। বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে জেলা নির্বাচন কার্যালয়ে খানসামা উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী মোনাজাত উদ্দিন চৌধুরী তার মনোনয়নপত্র জমা দেন। তার ভাষ্য, নির্বাচনের উৎসবমুখর পরিবেশ তৈরি করতে এই আয়োজন।Dinajpur Upazila Election Photo- (2)
শহরের ফকিরপাড়ার একটি বাড়ি থেকে গলায় ফুলের মালা ও হাতে প্রতীকী লাঙ্গল নিয়ে হাতির পিঠে চড়ে বসেন মোনাজাত উদ্দিন চৌধুরী। সেখান থেকে তিনি যান মনোনয়নপত্র জমা দিতে। হাতির পিঠে চড়ে যাত্রা করায় উৎসুক জনতাকে রাস্তায় ভিড় করতে দেখা যায়। রিটার্নিং কর্মকর্তা মাহমুদ হাসানের পক্ষে মনোনয়নপত্র জমা নেন জেলা নির্বাচন কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মনিরুজ্জামান।
মনোনয়নপত্র জমার শেষে মোনাজাত হোসেন চৌধুরী জানিয়েছেন, ‘মহাজোটে আওয়ামী লীগের শরিক দল ছিল জাতীয় পার্টি। তাই গত জাতীয় নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী হিসাবে অংশগ্রহণ করেছিলাম। দলের সিদ্ধান্ত অনুযায়ী ভোটগ্রহণের একদিন আগে নির্বাচন থেকে সরে দাড়িয়েছিলাম। এবার খানসামা উপজেলা নির্বাচনের জন্য আওয়ামী লীগ কোনও প্রার্থী দেবে না বলেও আমাকে আশ্বস্ত করা হয়েছিল। তাই আশা করি, আওয়ামী লীগ দলীয় প্রার্থী না দিয়ে আমাকে সমর্থন দেবে।’
জাতীয় পার্টি প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন দিনাজপুর পৌর সভার মহিলা কাউন্সিলর লাইজু, কাউন্সিলর রবিউল ইসলাম রবি, খানসামা উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি রুস্তম আলী, রেজাউল করিম রাজা, আসাদুল হাসান, মামুনুর রশিদ, আজগর আলী প্রমুখ।
উল্লেখ্য, দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনে তফসিল ঘোষণা অনুযায়ী মনোনয়নপত্র দাখিলে শেষ তারিখ আগামী ১৮ ফেব্রুয়ারি। ভোটগ্রহণ করা হবে ১৮ মার্চ।