লালমনিরহাটে পুনরায় বিমানবন্দর চালুর দাবি

সাইকেল র‌্যালিলালমনিরহাটের মোগলহাট স্থলবন্দর, রেলওয়ে স্টেশন ও লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালুর দাবিতে মানববন্ধন করেছে লালমনিরহাট উন্নয়ন আন্দোলন পরিষদ। শনিবার (৬ এপ্রিল) দুপুর ১২টায় এই মানববন্ধন পালন করা হয়। তার আগে এক পথসভা শেষে লালমনিরহাট বিমানবন্দর অভিমুখে বাইসাইকেল র‌্যালি বের করা হয়। র‌্যালির উদ্বোধন করেন লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি শেখ আব্দুল হামিদ বাবু। 

র‌্যালি থেকে লালমনিরহাটের সদর উপজেলায় বন্ধ থাকা মোগলহাট স্থলবন্দর ও ভারতের গীতালদহের সঙ্গে পুনরায় রেলওয়ে পথ ও স্থলবন্দর চালুর দাবি জানানো হয়।

পথে দুরাকুটি বাজার, বিডিআর গেট বাজার এবং মিশনমোড় চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন লালমনিরহাট চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি শেখ আব্দুল হামিদ বাবু, একেএম কামরুল হাসান বকুল, লালমনিরহাট আন্দোলন উন্নয়ন পরিষদের আহ্বায়ক সুপেন্দ্রনাথ দত্ত, মোগলহাট ইউনিয়ন চেয়ারম্যানের হাবিবুর রহমান, উন্নয়ন আন্দোলনের যুগ্ম আহ্বায়ক শামীম আহমেদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আশরাফ হোসেন বাদল ও জেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোড়ল হুমায়ুন কবীর প্রমুখ।