রংপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

দুদক

রংপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুর্নীতি দমন কমিশন (দুদক) রংপুরের একটি দল অভিযান চালিয়েছে। রংপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালদের মাধ্যমে টাকা নিয়ে পাসপোর্ট করে দেওয়াসহ হয়রানির বিভিন্ন অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। দুর্নীতি দমন কমিশন (দুদক) রংপুরের সম্মিলিত কার্যালয়ের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি দল সোমবার দুপুর ১২টার দিকে পাসপোর্ট অফিসে গিয়ে এ অভিযান শুরু করে।

দুদক অভিযান শুরুর আগে অফিসের প্রধান প্রবেশপথ বন্ধ করে দেয়। এরপর তারা বিভিন্ন কক্ষে গিয়ে পাসপোর্ট করতে আসা ব্যক্তিদের সঙ্গে কথা বলেন এবং তাদের কাছে কোনও টাকা চাওয়া হয়েছে কি না বা তারা হয়রানির শিকার হয়েছেন কি না ইত্যাদি বিষয় জানতে চান। অভিযান চলাকালে পাসপোর্ট করতে আসা বিভিন্ন এলাকা থেকে ব্যক্তিরা বিভিন্ন সমস্যার কথা বলেন।

এ ব্যাপারে দুদকের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম জানান, তাদের অভিযোগ নম্বর ১০৬-এ বেনামি অভিযোগ আসে। এর ভিত্তিতে এবং ঢাকার প্রধান কার্যালয়ের নির্দেশে তারা এ অভিযান পরিচালনা করছেন। তাদের কাছে অভিযোগ এসেছে দালালদের মাধ্যমে পাসপোর্ট অফিসের কর্মকর্তারা টাকা নিয়ে পাসপোর্ট করে দেন। টাকা ছাড়া এখানে কাজ হয় না। এসব তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।