হিলি স্থলবন্দর দিয়ে টানা দু'দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে




হিলি স্থলবন্দর

পবিত্র শবেবরাত ও ভারতের লোকসভা নির্বাচনের কারণে আগামীকাল সোমবার (২২ এপ্রিল) ও পরদিন মঙ্গলবার (২৩ এপ্রিল) টানা দু'দিন দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানিসহ বন্দরের সব কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু'দেশের মধ্যে যাত্রী পারাপার কার্যক্রম চালু থাকবে। বাংলা হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম শাহিন বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
শাহিনুর ইসলাম বলেন, ‘মুসলিম সম্প্রদায়ের পবিত্র শবেবরাত উপলক্ষে সোমবার বাংলাদেশে সরকারি ছুটি রয়েছে। এ কারণে ওই দিন বন্দর দিয়ে দুই দেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য এবং বন্দরের ভেতরে ট্রাক থেকে পণ্য খালাস, ভর্তি, ডেলিভারি কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়া মঙ্গলবার তৃতীয় দফায় ভারতের পশ্চিমবঙ্গের হিলিসহ দক্ষিণ দিনাজপুর জেলায় লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন ভারতে সাধারণ ছুটি থাকায়, বন্দর দিয়ে কোনও পণ্য রফতানি বা আমদানি করতে পারবেন না বলে ভারতীয় ব্যবসায়ীরা এক পত্রে আমাদের জানিয়েছেন। বুধবার (২৪ এপ্রিল) বন্দর দিয়ে যথারীতি দুই দেশের মধ্যে আমদানি-রফতানি চলবে।’

বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি ফিরোজ কবিরও।