দুইদিন সরকারি ছুটির পর আমদানি রফতানি শুরু

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু

সাপ্তাহিক সরকারি ছুটি ও বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে টানা দুদিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মাঝে পণ্য আমদানি রফতানি বাণিজ্যসহ বন্দরের ভেতরের সব কার্যক্রম শুরু হয়েছে। হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সোহরাব হোসেন জানান, গত শুক্রবার সাপ্তাহিক ছুটি ও শনিবার বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে সরকারি ছুটি থাকায় টানা দু’দেশে পণ্য আমদানি-রফতানি বাণিজ্যসহ বন্দরের সব ধরণের কার্যক্রম পুরোপুরি বন্ধ ছিল। রবিবার দুপুর পৌনে ১২টার দিকে ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরের ভেতরে বাংলাদেশে প্রবেশের মধ্য দিয়ে দুদেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়েছে। সেই সঙ্গে বন্দরের ভেতর দিয়ে ভারতীয় ট্রাক থেকে পণ্য খালাস শুরু হয়েছে। তিনি আরও বলেন,‘বাংলা ট্রাকে পণ্য ভর্তি ও পণ্য ডেলিভারি দেওয়াসহ বন্দরের সব কার্যক্রম স্বাভাবিক গতিতে শুরু হয়েছে। তবে টানা দুদিন পর বন্দরের কার্যক্রম শুরু হওয়ায় বন্দরে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।