রাজশাহী-খুলনা রুটে আরেকটি নতুন ট্রেন চালু হবে: রেলমন্ত্রী

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন (ফাইল ছবি)

আগামীতে রাজশাহী-খুলনা রুটে আরেকটি নতুন ট্রেন চালু করা হবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন। শনিবার (২৫ মে) দুপুরে পঞ্চগড়ে আন্তঃনগর ট্রেন ‘পঞ্চগড় এক্সপ্রেস’ উদ্বোধন শেষে ঢাকা যাওয়ার পথে ঠাকুরগাঁও রেলস্টেশনে এক আলোচনা সভায় এ কথা জানান তিনি।

নূরুল ইসলাম সুজন বলেন, ‘রাজশাহী-খুলনা রুটে যাত্রীবাহী ট্রেনের যে চাহিদা আছে, আমরা চেষ্টা করবো এ পথে আরেকটি নতুন ট্রেন চালু করতে।’

তিনি বলেন, ‘পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন চালু হওয়ায় এ অঞ্চলে টিকিট পাওয়া নিয়ে আর সমস্যা হবে না। আমার বিশ্বাস, পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ের মানুষ অল্প ভাড়ায় নতুন ট্রেনের যাত্রী হয়ে নিরাপদে ঢাকার সঙ্গে যোগাযোগ করতে পারবেন।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার মনিরুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহা. সাদেক কুরাইশীসহ অনেকে।