হিলিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৪ টাকা

হিলি স্থলবন্দর

দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারিতে কেজিপ্রতি পেঁয়াজের দাম কমেছে ২-৪ টাকা। দুইদিন আগেও প্রতি কেজি পেঁয়াজ প্রকারভেদে ১৬-১৭ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা ১২-১৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, বন্দর দিয়ে আগে ১৫-২০ ট্রাক পেঁয়াজ আমদানি হলেও বর্তমানে ৩৫-৪০ ট্রাক করে পেঁয়াজ আমদানি হচ্ছে। বন্দর দিয়ে নাসিক ইন্দোর ও সুখসাগর জাতের পেঁয়াজ আমদানি হচ্ছে। এসব পেঁয়াজ পাইকারিতে প্রকারভেদে কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১২-১৫ টাকা কেজি দরে (ট্রাকসেল); দুইদিন আগেও এসব পেঁয়াজ প্রকারভেদে ১৬-১৭ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী রবিউল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আসন্ন ঈদুল ফিতুরকে ঘিরে দেশের বিভিন্ন স্থানে পেঁয়াজের চাহিদা বেড়েছিল। বাজারে দেশীয় পেঁয়াজের সরবরাহ কম ছিল। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় পেঁয়াজের দাম খানিকটা বেড়েছিল।’

তিনি আরও বলেন, ‘বাড়তি চাহিদা মেটাতে ও পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে আমদানিকারকরা পেঁয়াজের আমদানি বাড়িয়েছেন। এতে বাজারে পেঁয়াজের সরবরাহ বেড়েছে এবং পেঁয়াজের দাম কমতে শুরু করেছে।’