নীলফামারীতে ‘হৃদয়ে বঙ্গবন্ধু’ ম্যুরাল স্থাপন




‘হৃদয়ে বঙ্গবন্ধু’ ম্যুরালটির উদ্বোধন করেন সংসদ সদস্য আসাদুজ্জামান নূরনীলফামারীতে ১২ লাখ টাকা ব্যয়ে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ম্যুরাল স্থাপন করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন প্রধান সড়কের পাশে স্থাপিত ‘হৃদয়ে বঙ্গবন্ধু’ ম্যুরালটি সোমবার (২৪ জুন) উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য ও সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

এসময় শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক নাজিয়া শিরিন, স্থানীয় সরকারের উপপরিচালক মোতালেব হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ প্রমুখ।

এ বছরের ১৭ মার্চ ম্যুরাল স্থাপনের নির্মাণ কাজ শুরু হয়। সংসদ সদস্য নূর ডিসি চত্ত্বরটির নাম পরিবর্তন করে ‘বঙ্গবন্ধু চত্ত্বর’ ঘোষণা করেন। ‘হৃদয়ে বঙ্গবন্ধু’ ম্যুরালটি তৈরি করেন মতুরাম ও অসীম চৌধুরি নামের দুইজন শিল্পী।