ফেনসিডিল ও আতশবাজি উদ্ধার

ফেনসিডিল

হিলি থেকে ভারতীয় ফেনসিডিল ও আতশবাজি (পটকা) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার দিবাগত রাত ১টার দিকে সীমান্তের মংলা মাঠ এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়। বিজিবি হিলির মংলা বিওপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার শাহজাহান আলী বাংলা ট্রিবিউনকে এ কথা জানান।

তিনি জানান, সীমান্ত দিয়ে ফেনসিডিল ও আতশবাজি পাচার করা হচ্ছে এ খবরের ভিত্তিতে বিজিবির একটি টহল দল মংলা গ্রামে অভিযান চালায়। এসময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে ৩০ বোতল ফেনসিডিল ও ১৮০ প্যাকেট বুড়িমা আতশবাজি (পটকা) উদ্ধার করা হয়।

তিনি জানান, ফেনসিডিলগুলো ধ্বংস করার জন্য জয়পুরহাট ব্যাটালিয়নে ও পটকাগুলি হিলি স্থল শুল্কস্টেশনে জমা দেওয়া হয়েছে।