নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু





বিদ্যুৎস্পৃষ্টনীলফামারীতে বৈদ্যুতিক সুইচ অন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিরিন বেগম (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকালে জেলা শহরের মধ্য হাড়োয়া সরকার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম এ তথ্য জানান।
শিরিন হাড়োয়া সরকার পাড়া এলাকার জাহানুর ইসলামের স্ত্রী।
পুলিশ জানায়, রান্নার সময় বিদ্যুৎচালিত চুলার সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন শিরিন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নীলফামারী থানার ওসি মমিনুল ইসলাম বলেন, ‘বৃহস্পতিবার বিকালে বিদ্যুৎস্পৃষ্টে ওই গৃহবধূর মৃত্যু হয়।’
স্থানীয়রা জানান, সদর আধুনিক হাসপাতালের চিকিৎসকেরা লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছেন। শুক্রবার (১৯ জুলাই) সকালে লাশ দাফনের প্রস্ততি চলছে।