পেঁয়াজের দাম হিলি স্থলবন্দরে কেজিতে ৩ টাকা কমেছে

 

হিলি স্থলবন্দরদিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারিতে পেঁয়াজের দাম  প্রতিকেজি ৩ টাকা করে কমেছে। দুদিন আগে প্রতিকেজি ১৯ টাকা থেকে ২৩ টাকা দরে বিক্রি হলেও এখন তা ১৮ টাকা থেকে ২০ টাকা দরে বিক্রি হচ্ছে।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক সাইফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাত ও বৈরি আবহাওয়ার কারণে দেশের ১৪ থেকে ১৫টি জেলায় বন্যা দেখা দিয়েছে। ওই সব অঞ্চলে পেঁয়াজের বাড়তি চাহিদা অনেকটা কমে এসেছে। পেঁয়াজের ক্রেতা সংকটও দেখা দিয়েছে। এছাড়া আসন্ন কোরবানির ঈদকে ঘিরে দেশের বাজারে পেঁয়াজের বাড়তি চাহিদার কথা মাথায় রেখে বন্দরের ছোট-বড় আমদানিকারকরা পেঁয়াজের আমদানি বাড়িয়ে দিয়েছেন। এতে আগে যেখানে গড়ে প্রতিদিন ১৫ থেকে ২০ ট্রাক করে পেঁয়াজ আমদানি হতো, সেখানে এখন ৪৫ থেকে ৫০ ট্রাক করে পেঁয়াজ আমদানি হচ্ছে। একই হারে দেশের সব বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হচ্ছে। এতে দেশের বাজারে পণ্যটির চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকায় পেঁয়াজের দাম কমেছে।’

এছাড়াও ঈদে বাড়তি চাহিদার কথা ভেবে পেঁয়াজ আমদানির জন্য আমদানিকারকরা প্রচুর পরিমাণে এলসি খুলেছেন উল্লেখ করে সাইফুল ইসলাম বলেন, ‘সেসব পেঁয়াজ দেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে।’