থাকার কথা চার জন, দেখা মিললো একজনের

 

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসকসহ স্বাস্থ্য বিভাগের সব বিভাগের ছুটি বাতিল করা হয়। দিনাজপুরের হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চার জন চিকিৎসক দায়িত্ব পালন করার কথা থাকলেও একজনকে পাওয়া গেলো।

রবিবার (১১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় সরেজমিন হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, রুপা সাহা নামের একজন চিকিৎসক হাসপাতালে দায়িত্ব পালন করছেন। বাকি তিন জনকে পাওয়া যায়নি।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. রুপা সাহা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এখন আমার ডিউটি। আর ওনারা হাকিমপুরেই আছেন কিনা, তা বলতে পারছিনা। তবে, তারা আশেপাশেই রয়েছেন। তাদের ডিউটির সময়ে তারা আসবেন।  হাকিমপুরে কোনও সমস্যা নেই, চিকিৎসাসেবা চলছে। যেকোনও সমস্যায় হাসপাতালে চিকিৎসক পাবেন, কোনও সমস্যা হবে না।’

দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হাকিমপুর হাসপাতালের টিএচও অসুস্থতার কারণে যোগ দেওয়ার পর থেকেই ছুটিতে রয়েছেন। হিন্দু চিকিৎসক ডা. রুপা সাহাকে শুধু ঈদের দিন দায়িত্ব পালনের জন্য বলা হয়েছে। ঈদের পরদিন অন্য চিকিৎসকরাও চলে আসবে।’

চিকিৎসকদের ছুটি বাতিল করা হয়েছে, তারপরও তারা কেন অনুপস্থিত এ প্রসঙ্গে সিভিল সার্জন বলেন, ‘আমি তাদেরকে ছুটি দেইনি, তারা আমাকে না জানিয়েই হয়তোবা বাড়ি গেছে।’

আরও খবর...

স্বাস্থ্য বিভাগের ছুটি বাতিলের মধ্যেই চিকিৎসক অনুপস্থিত