ভারতের স্বাধীনতা দিবসে বিজিবিকে মিষ্টি উপহার বিএসএফের

সীমান্তে বিজিবি ও বিএসএফের মাঝে শুভেচ্ছা বিনিময়

ভারতের ৭৩ তম স্বাধীনতা দিবস উপলক্ষে হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শুন্যরেখায় এ শুভেচ্ছ বিনিময় হয়।

এসময় বিএসএফ’র পক্ষে ক্যাম্প কমান্ডার ডিএস সান্ধু ও জগদিশ প্রসাদ এবং বিজিবির পক্ষে আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আলতাফ হোসেন উপস্থিত ছিলেন। এছাড়াও আরও উপস্থিত ছিলেন বিজিবির হিলি চেকপোস্ট কমান্ডার নায়েক রাকিব হোসেন, বিএসএফের দলবির সিং, এএল টির্কিসহ দুই বাহিনীর নারী ও পুরুষ সদস্যরা ।

ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার ডিএস সান্ধু সীমান্তে সাংবাদিকদের জানান, ১৫ আগস্ট ভারতের ৭৩ তম স্বাধীনতা দিবস। এ উপলক্ষ্যে বিএসএফের পক্ষ থেকে বিজিবিকে মিষ্টি উপহার দিয়ে আমাদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছি। আমরা দুই বাহিনী সীমান্তে পাশাপাশি দায়ীত্ব পালন করি। বিভিন্ন উৎসবে আমরা একে অপরকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করে থাকি। আমাদের মাঝে যে সুসম্পর্ক রয়েছে সেটি যেন আরও মজবুত হয়।

বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আলতাফ হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, সৌহাদ্য, সম্প্রতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে সীমান্তে বিজিবি ও বিএসএফ যাতে নিজ নিজ দায়ীত্ব পালন করতে পারে এ জন্য আমরা একে অপরকে মিষ্টিসহ অন্যান্য সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করে থাকি। বেশ কিছুদিন ধরেই হিলি সীমান্তে দুবাহিনীর মাঝে এ ধরনের রেওয়াজ চলে আসছে।