সাঁওতাল পল্লিতে হামলা: সুষ্ঠু বিচারের দাবিতে সমাবেশ

সাঁওতালদের সমাবেশগাইবান্ধার সাঁওতাল পল্লিতে হামলা, অগ্নিসংযোগ ও হত্যা মামলার চার্জশিটে মূল আসামি বাদ দেওয়ার প্রতিবাদে ও সাত দফা দাবিসহ সুষ্ঠু বিচারের দাবিতে বিক্ষোভ-সমাবেশ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন সাঁওতালরা।

রবিবার (১ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের চার মাথা মোড়ে এ কর্মসূচি পালন করেন তারা। এর আগে মাদারপুর ও জয়পুরপাড়া থেকে পায়ে হেঁটে বিক্ষোভ মিছিল বের করেন সাঁওতালরা। সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি পূর্ণ উদ্ধার সংগ্রাম কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিলে অংশ নেন তারা। এছাড়া সাঁওতালদের বিক্ষোভ-সমাবেশে সংহতি জানিয়ে অংশ নেয় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও যুব ইউনিয়নের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলটি বাজার এলাকা প্রদক্ষিণ করে পৌর শহরের চার মাথা মোড়ে পৌঁছে। পরে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে সমাবেশ করেন তারা। তখন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সমাবেশে বক্তব্য রাখেন, ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক জাফুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক স্বপন শেখ, অর্থ সম্পাদক হবিবুর রহমান, সিপিবি নেতা তাজুল ইসলাম ও মামলার বাদী থমাস হেমব্রন।

বক্তারা অভিযোগ করেন, সাঁওতাল পল্লীতে হামলার ঘটনায় দায়ের করা মামলায় পিবিআই তদন্ত করে মামলার এজাহারে থাকা মূল আসামি সাবেক এমপি আবুল কালাম আজাদসহ জড়িত আসামিদের বাদ দিয়ে আদালতে চার্জশিট দাখিল করেন। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে চার্জশিট বাতিল ও জড়িত আসামিদের চার্জশিটভুক্তের দাবি জানান। এছাড়া বাপ-দাদার জমি ফেরতসহ সাত দফা দাবিসহ তাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যারের দাবিও জানান তারা। সুষ্ঠু বিচারসহ দ্রুত এসব দাবি বাস্তবায়ন না হলে আগামীতে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেন সাঁওতাল নেতারা।