হিলিতে মাদকসেবীর কারাদণ্ড

ডাবলু সরকার দিনাজপুরের হিলিতে এক মাদকসেবীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তার নাম ডাবলু সরকার (৩৫)। পরে তাকে দিনাজপুর কারাগারে পাঠানো হয়।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকালে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুর রাফিউল আলম এই দণ্ড দেন।

হাকিমপুর থানার ওসি আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, বৃহস্পতিবার দুপুরে মাদকসেবনের দায়ে হিলির দক্ষিণবাসুদেবপুর এলাকা থেকে ডাবলু নামের ওই যুবককে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের কাছে উপস্থাপন করা হলে আদালত তাকে মাদকসেবনের দায়ে একমাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশ টাকা অর্থদণ্ড দেন। অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। সে হিলির দক্ষিণবাসুদেবপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে।