ফুলবাড়ীতে বজ্রাঘাতে ও পুকুরে ডুবে দুই জনের মৃত্যু





দিনাজপুরদিনাজপুরের ফুলবাড়ীতে বজ্রাঘাতে ও পুকুরে ডুবে দুই জনের মৃত্যু হয়েছে। রবিবার (১৫ সেপ্টেম্বর) তারা মারা যান। ফুলবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) ফখরুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।




নিহতরা হলো−ফুলবাড়ী উপজেলার পুষপাইন গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সিয়াম বাবু (৪) ও কাজিহাল ইউনিয়নের পারইল আদিবাসী গ্রামের ভাঙ্গি টুডুর ছেলে সুপল টুডু (৪৫)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রবিবার দুপুর ১২টায় হরবন্দিপুর গ্রামের একটি পুকুরে গোসল করতে নেমে ডুবে যায় সিয়াম বাবু। তাকে খুঁজে না পাওয়ায় মসজিদের মাইকে মাইকিং করা হয়। একপর্যায়ে গ্রামের একটি পুকুরে তার মৃতদেহ ভাসতে দেখা যায়। গ্রামবাসী জানায়, সিয়াম বাবুর বাবা সিরাজুল ইসলাম ও মা রুকসানা বেগম ঢাকায় চাকরি করেন। সিয়াম নানার বাড়িতে থাকে।
দুপুর ২টার দিকে কাজিহাল ইউনিয়নের পারইল আদিবাসী গ্রামের সুপল মাঠে কাজ করার সময় বজ্রপাত হয়। সেই বজ্রাঘাতে সুপল টুডু মারা যান।