একদিনের ব্যবধানে হিলিতে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ৩-৪ টাকা

আমদানি করা পেঁয়াজআমদানি কমে যাওয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দরে একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৩-৪ টাকা। একদিন আগেও প্রতিকেজি পেঁয়াজ ৪৫-৪৮ টাকা কেজিদরে বিক্রি হলেও এখন তা বেড়ে ৪৮-৫২ টাকা কেজিদরে বিক্রি হচ্ছে।

হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ভারত সরকার পেঁয়াজের রফতানি মূল্য বৃদ্ধির পর রবিবার বন্দর দিয়ে ১৭ ট্রাক পেঁয়াজ আমদানি করা হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) আসে ২৭ ট্রাক। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) আসে ১৩ ট্রাক পেঁয়াজ।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক হারুন উর রশীদ বাংলা ট্রিবিউনকে জানান, ভারত থেকে প্রতিটন পেঁয়াজ ২৫০-৩০০ ডলার মূল্যে আমদানি করা হলেও শুক্রবার তা বাড়িয়ে ৮৫২ ডলার নির্ধারণ করেছে ভারত সরকার। এজন্য শনিবার বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। যার ফলে দেশের বাজারে সরবরাহ কমার কারণে পেঁয়াজের দাম বেড়ে গেছে। তবে রবিবার বিকাল থেকে বন্দর দিয়ে বাড়তি দামে পেঁয়াজ আমদানি শুরু হয়। এতে করে দেশের বাজারে পণ্যটির সরবরাহ বাড়ায় ও বাড়তি দামের কারণে চাহিদা কমায় পেঁয়াজের দাম কমে গিয়েছিল। তবে ভারত সরকারের বেঁধে দেওয়া দামে এলসি করতে প্রচুর টাকা লাগায় ছোট আমদানিকারকরা পেঁয়াজের এলসি খোলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। ফলে পেঁয়াজের আমদানি কমেছে। এতেই দেশের বাজারে পণ্যটির সরবরাহ কমায় দাম বেড়েছে।