বেঁচে থাকলে দেশ গড়তে আজ অবদান রাখতেন শেখ রাসেল: নূরুল ইসলাম

বক্তব্য রাখছেন নূরুল ইসলাম (ছবি– প্রতিনিধি)

রেলপথমন্ত্রী নূরুল ইসলাম বলেছেন, ‘শেখ রাসেল বেঁচে থাকলে আজ বাংলাদেশের নেতৃত্ব দিতেন। বাংলাদেশ গড়তে অবদান রাখতে পারতেন।’ শুক্রবার (১৮ অক্টোবর) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৫তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান আয়োজন করে জেলা প্রশাসন ও শিশু একাডেমি।

নূরুল ইসলাম বলেন, ‘সপরিবারে জাতির পিতাকে হত্যা ছিল পৃথিবীর জঘন্যতম বর্বরোচিত হত্যাকাণ্ড। বেঁচে থাকলে আজ শেখ রাসেলের জন্মদিন খুব আনন্দের সঙ্গে সমগ্র বাংলাদেশে পালিত হতো।’

তিনি আরও বলেন, ‘শেখ রাসেল জাতির পিতাকে খুব বেশি কাছে পাননি। কিন্তু তিনি জাতির পিতাকে খুবই অনুসরণ করতেন। শিশু বয়সেই মুজিব কোর্ট পরতেন এবং জাতির পিতার মতো চলাফেরা করতে পছন্দ করতেন।’

তিনি বলেন, ‘স্বাধীনতাবিরোধী শক্তি মোশতাক-জিয়া ১৫ আগস্টের হত্যাকাণ্ডের মদদদাতা। মারা যাওয়ায় তাদের বিচারের আওতায় আনা যায়নি।’

মন্ত্রী বলেন, ‘জিয়া অবৈধভাবে ক্ষমতায় এসে বহুদলীয় গণতন্ত্রের নামে রাজাকার-আলবদরদের পুর্নবাসন করেছেন। ১৫ আগস্ট ছিল স্বাধীনতা, সার্বভৌমত্ব আর অসাম্প্রদায়িক চেতনাবিরোধী। আসুন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধ হই।’

জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যের মধ্যে বক্তব্য রাখেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো. মজাহারুল হক প্রধান, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদের প্রধান নির্বাহী আব্দুল আলীশ খান ওয়ারেশী, পৌর মেয়র তৌহিদুল ইসলাম প্রমুখ।