মাদক সেবনের দায়ে স্বামী-স্ত্রীকে কারাদণ্ড

আদালতদিনাজপুরের হিলিতে মাদক সেবনের দায়ে স্বামী ও স্ত্রীকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও একশ’ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুর ১২টায় হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলো হিলির মধ্য বাসুদেবপুর গ্রামের নূর ইসলামের ছেলে পল্লব হোসেন (২৮) ও তার স্ত্রী মুক্তা বেগম (২৫)।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম বাংলা ট্রিবিউনকে জানান, সোমবার (২১ অক্টোবর) দিবাগত রাতে পল্লব হোসেন মাদক সেবন করে বাড়িতে যায়। এরপর সে আরও মাদক সেবনের জন্য স্ত্রীর কাছে টাকা চায়। এ সময় স্ত্রী টাকা দিতে না চাইলে তাকে মারধর করে হাত কেটে দেয় সে। মাদক সেবন নিয়ে মাঝে মধ্যেই তাদের মধ্যে ঝগড়া হতো। দুজনেই মাদক সেবন করতো। স্থানীয়দের কাছে খবর পেয়ে রাতেই তাদের আটক করা হয়। দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও একশ’ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। দুপুরেই তাদের দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।