অনুপ্রবেশকারীদের ঝেঁটিয়ে বিদায় করা হবে: নানক

01আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘ দলের মধ্যে অনুপ্রবেশকারীদের ঝেঁটিয়ে বিদায় করা হবে। এছাড়া যে অনুপ্রবেশকারীদের দলে আনার চেষ্টা করবেন তাদেরকেও বিদায় দেওয়া হবে।’
শুক্রবার (৬ ডিসেম্বর) বিকালে ঠাকুরগাঁওয়ের জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘বিএনপি-জামায়াত সরকার আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে নেতৃত্বশূন্য করার নানা অপচেষ্টা করে ব্যর্থ হয়ে তারাই এখন নিশ্চিহ্ন হয়েছে।’
নানক আরও বলেন, ‘তৃণমূলের নেতাকর্মীরাই আওয়ামী লীগের মূল শক্তি। আমাদের দলের তৃণমূল কর্মীদের ত্যাগের ইতিহাস অনেক দীর্ঘ। তারা নির্লোভ। তারা চান একটু ভালো ব্যবহার, গুরুত্ব আর দেশের জন্য কাজ করতে। তাই এমন নেতৃত্ব নির্বাচন করতে হবে যারা কর্মীদের মূল্যায়ন করবে, সম্মান করবে, তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে।’
জাহাঙ্গীর কবির বলেন, ‘আদালতে বিশৃঙ্খলা করে, কিছু চেয়ার ভেঙে আর প্রেস ক্লাবের সামনে কিছু আন্দোলনের নাটক করে জোর করে রায় নিয়ে খালেদা জিয়াকে মুক্ত করা যাবে না। এর মাধ্যমে বিএনপির পুরনো চেহারা আবারও দেখতে পেয়েছে দেশবাসী।’
জাহাঙ্গীর কবীর নানক আরও বলেন, ‘দুর্নীতির অপরাধে আদালত সাজা দিয়েছেন খালেদা জিয়ার। সে জেল ভোগ করতে হবে তাকে। আদালতকে ভয়ভীতি দেখিয়ে, আদালতের বিরুদ্ধে গিয়ে তারা গাড়ি ভাঙচুর করছে। এটাই বিএনপির রাজনীতি।’
জেলা সভাপতি আলহাজ্ব দবিরুল ইসলাম এমপির সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কোষাধ্যাক্ষ এইচ এন আশিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী,আওয়ামী লীগ কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ড.শাম্মী আহমেদ ও জেলা সাধারণ সম্পাদক মু.সাদেক কুরাইশীসহ অনেকে।