পুলিশের তাড়া খেয়ে নদীতে ঝাঁপ, যুবকের মরদেহ উদ্ধার




ফায়ার সার্ভিস সদস্যদের উদ্ধার তৎপরতাদিনাজপুরে জুয়া (তাস) খেলার সময় পুলিশ দেখে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যাওয়ার সময় নিখোঁজ যুবকের মরদেহ চার ঘণ্টা পর উদ্ধার হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা অভিযান চালিয়ে পূর্ণভবা নদীর রাজাপাড়া ঘাট নামক স্থান থেকে তার মরদেহ উদ্ধার করে।

নিহত যুবকের নাম সিদ্দিকুর রহমান (৩৬)। তিনি সদর উপজেলার গোবড়া পাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে ও পেশায় গাড়িচালক ছিলেন।

এলাকাবাসী জানান, রাজাপাড়া এলাকায় নদীর ধারে কয়েকজন মিলে তাস খেলার সময় পুলিশের একটি টহল গাড়ি দেখে ভয় পেয়ে তারা দৌড় দেয়। পরে পুলিশ তাড়া করলে এদের মধ্যে তিন জন ধরা পড়ার ভয়ে নদীতে ঝাঁপ দেয়। পরে দুই জন সাঁতার দিয়ে অন্য তীরে উঠতে পারলেও সিদ্দিকুর রহমান তলিয়ে যায়।

খবর পেয়ে দিনাজপুর থেকে ফায়ার সার্ভিসের দল এসে নদীতে উদ্ধার অভিযান চালায়। পরে রাত ৯টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা তার মরদেহ উদ্ধার করে।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন জানান, পুলিশ দেখে ভয়ে নদীতে নেমে সাঁতার দিয়ে অন্য পাড়ে ওঠার চেষ্টা করলেও সিদ্দিক উঠতে পারেননি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা নদীতে নেমে অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করে।

উল্লেখ্য, একই স্থানে গত চার বছর আগে জুয়া খেলার সময় পুলিশের ভয়ে নদীতে ঝাঁপ দিয়ে চার জন মারা গিয়েছিলেন।